মরিচের বস্তার ভেতর ৪০ হাজার ইয়াবাসহ যুবক ধরা

করোনার উদ্ভূদ পরিস্থিতিতে লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যস্ততার সুযোগে নিত্য নতুন কৌশলে ইয়াবা পাচার করছে সংঘবদ্ধ মাদক পাচার চক্র। শুকনো মরিচের বস্তার ভেতর নিয়ে পাচারকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কলঘর বাজার থেকে ৪০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

আটক যুবকের নাম রিয়াজ উদ্দিন (৩১)। সে মহেশখালী উপজেলার শাপলাপুরের ৮ নম্বর ওয়ার্ডের বারইয়া পাড়ার আলী আহমদের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানস বড়ুয়ার নেতৃত্বে অভিযানে ইয়াবার চালানটি ধরা পড়ে।

পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া জানান, কলঘর বাজার জামে মসজিদের সামনে রাস্তার উপর দাঁড়ানো এক ব্যক্তির হাতে থাকা শুকনো মরিচের বস্তা থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকেও আটক করা হয়। এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!