মন্দিরে মন্দিরে বাজছে সরস্বতী পূজার ঘন্টাধ্বনি

পূজার ডালা সাজিয়ে ঘন্টাধ্বনি বাজিয়ে জলন্ত প্রদীপ শিখা সামনে রেখে ভক্তরা প্রণাম জানাচ্ছে দেবী সরস্বতীকে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যাদেবীর আরাধনা করে কৃপালাভের আশায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং মন্দির মণ্ডপে আয়োজন করা হয়েছে এই পূজা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মন্দির মণ্ডপে বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা। সরস্বতী পূজাকে কেন্দ্র করে নগরীতে উৎসবের আমেজে মুখর।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

এদিকে, নিয়ম অনুযায়ী পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন ভক্তরা।

রামকৃঞ্চ মিশন, জেএমসেন হলসহ বিভিন্ন মন্দির পূজামণ্ডপ ছাড়াও ঘরে ঘরে আয়োজন করা হয়েছে দেবী সরস্বতীর আরাধনা।

সরস্বতী বিদ্যা ও সুরের দেবী আর এ কারণে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আয়োজন করা হয়েছে বাণী অর্চনাসহ নানা অনুষ্ঠান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজার পাশাপাশি শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও বর্ণিল আলোকসজ্জায় দেবী সরস্বতীর আরাধনায় মগ্ন রয়েছে সনাতন সম্প্রদায়ের শিক্ষার্থীরা।

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!