বৈরি আবহাওয়ায় শাহ আমানত থেকে ফিরে গেছে ৩ ফ্লাইট

টানা বর্ষণের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩
ফ্লাইট অবতরণ করতে পারেনি। বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এবং রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটগুলো চট্টগ্রামে অবতরণ করতে না পেরে দুটি ঢাকায় এবং একটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। বুধবার (১০ জুলাই) দুপুরের দিকে ফ্লাইটহগুলো চট্টগ্রাম থেকে ফিরে যায়। পরবর্তীতে আবহাওয়া অনুকুলে আসলে বিকেল সাড়ে তিনটার সময় ওই ফ্লাইটগুলো পুনরায় চট্টগ্রামে ফিরে আসে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সুত্র জানায়, রিজেন্টে
এয়ারওয়েজ ও ইউএস বাংলার ফ্লাইট দুটি চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণ করে কক্সবাজার বিমানবন্দরে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার
সরওয়ার ই জামান জানান, সকাল ১০.২৮ মিনিটে হজ ফ্লাইট নির্দিষ্ট সময়ে উড্ডয়ন করে। দুপুরে আবহাওয়া খারাপ হয়ে গেলে দুটি ফ্লাইট ঢাকায় এবং একটি কক্সবাজারে অবতরণ করে। পরবর্তীতে আবহওয়া কিছুটা অনুকূলে আসলে বিকাল সাড়ে তিনটার দিকে ফ্লাইটগুলো ফিরে এসে চট্টগ্রামে অবতরণ করে। অন্য ফ্লাইটগুলো যথসময়ে উড্ডয়ন এবং অবতরণ করছে বলে জানান তিনি।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!