বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, প্রাণ গেল ২ পর্যটকের

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় দুই পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ মুরাদ (৩০) ও কালা ভাণ্ডারী (৪০)। তবে আহতদের নামপরিচয় জানা যায় নি।

রোববার (১১ অক্টোবর) ভোরে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের ইসলামাবাদ ওয়াহেদর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ১০ জন যাত্রী আহত হন। বাসটি নোয়াখালী থেকে কক্সবাজার আসছিল।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুর রহমান চৌধুরী বলেন, নোয়াখালী থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী নীলাচল পরিবহনের বাসটি মহাসড়কের ঈদগাঁওস্থ ইসলামাবাদ ওয়াহেদর পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। এ সময় মোহাম্মদ মুরাদ ঘটনাস্থলে এবং কালা ভাণ্ডারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!