বাকলিয়ায় অসহায়দের ঈদ উপহার দিলো মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ

বাকলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার দিয়েছে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পশ্চিম বাকলিয়ার ভরা পুকুর পাড়ে ছাত্রনেতা সাইদ বিন আব্দুল্লাহ নাহিদের ব্যবস্থাপনায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, আক্তার হোসেন সৌরভ।

নূরুল আজিম রনি বলেন, ‘ঈদ মানেই আনন্দ, খুশির ছটা চারপাশে। এক মাস সিয়াম সাধনার পর সমাজের সবাই চায় পরিবারকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে। সেই আনন্দের মাত্রাকে আরো একধাপ বাড়িয়ে দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ৩২ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর করেন। এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের পক্ষে ঈদ উপহার নিয়ে আমরা দাঁড়িয়েছি সমাজের পিছিয়ে পড়া আসহায় মানুষের পাশে।

তিনি বলেন, ‘অসহায় মানুষ ও পিছিয়ে পড়া শিশুরা আমাদেরই সমাজের অংশ। আমাদেরই দেশের নাগরিক। তাদেরও আছে ভালোভাবে বেঁচে থাকার অধিকার। সরকার এসব মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে। সরকারের সহযোগী হিসেবে আমরাও আমাদের সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করছি। আমরাও চাই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসমাইল উদ্দিন রুবেল, তানভীর মেহেদী মাসুদ, ঐশিক পাল জিতু, ইনজামুল ইমু, ইয়াছিন আরাফাত মুন্না, মিনহাজ চৌধুরী, জুবায়ের আশিক, মোহাম্মদ আরাফাত, সাজ্জাদুল ইসলাম সোহাগ, ফরহাদ আহমেদ, মোহাম্মদ শাকিল, তানভীর আহমেদ সাকিব, মোহাম্মদ তামিম, ইমামুল ইবান, সাদমান সাকিব, মিসবাহ উদ্দিন, মিনহাজুল ইসলাম হৃদয়, প্রান্ত বিশ্বাস, অভয় দাশ, শিহাব হোসেন, জয় নন্দী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!