বাংলাদেশকে টপকে ষষ্ঠ স্থানে পাকিস্তান

বাংলাদেশকে টপকে ষষ্ঠ স্থানে পাকিস্তান 1ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি জিতলেই ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে যাবে পাকিস্তান। এমন তথ্য জানাই ছিল। শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেওয়ায় সেই তথ্যই সঠিক হলো। বাংলাদেশকে টপকে ষষ্ঠ স্থানে উঠে গেছে পাকিস্তান। আর বাংলাদেশ নেমে গেছে সপ্তম স্থানে।

র‌্যাংকিংয়ে অবনমন হলেও রেটিং কিন্তু কাছাকাছিতেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার। ৯৫ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। ৯৪ রেটিং নিয়ে পরেই রয়েছে বাংলাদেশ আর ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অথচ এদের নিচে থেকেই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল পাকিস্তান!

বাংলাদেশ সেমিফাইনালে ভারতের কাছে হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষ করে। নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জনের আগেই বাংলাদেশ র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানটা চিনেছিল ত্রিদেশীয় সিরিজের পর থেকেই। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েই ষষ্ঠ স্থানে উঠেছিল মাশরাফি বাহিনী। এবার চ্যাম্পিয়নস ট্রফি শেষেই আগের সপ্তম স্থানে নেমে গেলে টাইগাররা। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাংকিংয়ে শীর্ষ ৮ স্থানের মধ্যে থাকতেই হবে। নাহলে বাছাই খেলেই জায়গা পেতে হবে চূড়ান্ত পর্বে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!