বন্য হাতির আক্রমণে সাতকানিয়ায় রোহিঙ্গা কিশোরের মৃত্যু

আম ও লিচু বাগান পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমনে প্রাণ গেল এক রোহিঙ্গা কিশোরের। তার নাম সৈয়দুল ইসলাম (১৯)। মঙ্গলবার (২৫ মে) ভোর ৫টা থেকে ৭টার মধ্যে উপজেলার চরতী ইউনিয়নের সুইপরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার চরতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুইপরা এলাকার মৃত মনু মিয়ার ছেলে মাহমুদুল হক বাবুল এর পাহাড়ি এলাকায় আম ও লিচু বাগান আছে। ওই বাগানে কর্মচারী হিসেবে কাজ করত কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুস সালামের ছেলে ছৈয়দুল ইসলাম।

মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা থেকে ৭টার মধ্যে বাগান কর্মচারী ছৈয়দুল ইসলাম বাগান পাহারা দিতে গেলে একদল বন্য হাতি তাকে আক্রমন করে। একপর্যায়ে ছৈয়দুল ইসলাম হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হন।

চরতী সুইপরা এলাকার মোহাম্মদ শফি বলেন, মঙ্গলবার সকালে এলাকার লোকদের সাথে কথা বলে জানতে পারি সুইপরা এলাকার আম ও লিচু বাগান পাহারা দিতে নিহত সৈয়দুল ইসলামের সাথে আরও কয়েকজন ছিল। হাতির পাল তাদের আক্রমন করলে সবাই দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হলেও সৈয়দুল ফিরে আসতে পারেনি। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে।

চরতী ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম ও পুলিশের সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো ইসমাইল হোসেন বন্য হাতির আক্রমনে এক রোহিঙ্গা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!