বন্দরে পণ্য গায়েবের ঘটনায় তদন্ত কমিটি

বন্দরে নিরাপত্তা বেষ্টনীতে থাকা অবস্থায় ৪০ ফুটের একটি কন্টেইনার থেকে পণ্য গায়েবের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এ তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত কমিশনার জেসি জেটি শামসুজ্জামানকে। সোমবার (৪ মে) এ তদন্ত কমিটি গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের অডিট ইভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনসূয়া।

এর আগে গত ৩ মে শতভাগ কায়িক পরীক্ষার সময় বন্দরের একটি কন্টেইনার থেকে পণ্য চুরির এ ঘটনা প্রকাশ পায়। ৪০ ফুটের ওই কন্টেইনারের আমদানী পণ্যের সবই চুরি হয় বলে জানিয়েছে কাস্টমস হাউসের কর্মকর্তারা।

এ ঘটনায় একটি কাভার্ড ভ্যান চালককে আটক করেছে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ। কাগজ-কলমে কন্টেইনারটিতে মোট ২৬ হাজার ৩০০ কেজি ফেব্রিক্স ছিল। কিন্তু কায়িক পরীক্ষায় কন্টেইনারটিতে কোন পণ্য পাওয়া যায়নি।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!