ফিফা বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো, জায়গা হয়নি নেইমারের

২০১৮-১৯ মৌসুমের ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সেরাদের এই একাদশে জায়গা পাননি পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ও মোহাম্মদ সালাহ’র।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইতালির মিলানে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড ‘দ্য বেস্ট’ প্রদান অনুষ্ঠানে ২০১৮-১৯ মৌসুমের বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়।

একাদশে গোলকিপার হিসেবে রয়েছেন লিভারপুলের চ্যাম্পিয়ন লিগ জয়ী ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার। ডিফেন্ডার হিসেব আছেন- রিয়াল মাদ্রিদের মার্সেলো ও সার্জিও রামোস; আয়াক্সের ম্যাথিয়াস ডি লিট ও লিভারপুলের ভার্জিল ফন ডাইক।

২০০৭ সাল থেকে ফিফার বর্ষসেরা দলে জায়গা পেয়ে আসছেন আর্জেন্টিনার মেসি ও পর্তুগালের রোনালদো। টানা নবমবারের মতো জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদ ও স্পেন অধিনায়ক সের্হিও রামোস।

বর্ষসেরা একাদশ নির্বাচনে গত ৫ সেপ্টেম্বর ৫৫ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফা বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল)
ডিফেন্ডার: মাটাইস ডি লিখট (আয়াক্স/ইউভেন্তুস), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ভার্জিল ফন ডাইক (লিভারপুল)
মিডফিল্ডার: লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), ফ্রেংকি ডি ইয়ং(আয়াক্স/বার্সেলোনা), এদেন আজার (রিয়াল মাদ্রিদ/চেলসি)
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্তিয়ানো রোনালদো (ইউভেন্তুস)

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!