পিবিআইয়ের হাতে গেল পটিয়ার দুই মামলা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশের সোহেল হত্যা মামলা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ঢেকে দেওয়া ত্রিপলে আগুন দেয়ার ঘটনার সহ মামলা দুটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ১৩ জুলাই বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে পটিয়া থানার দুটি মামলার তদন্তভার পিবিআইকে দেওয়া হয়।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, ‘পটিয়া থানা পুলিশের কাছ থেকে আমরা মামলা দুটির দায়িত্ব বুঝে নিয়েছি। মামলা দুটি আমরা নিবিড় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবো।’

এদিকে পটিয়া থানা পুলিশ ওই মামলাটি একতরফাভাবে এজাহার নিয়ে বাদি পক্ষের হয়ে কাজ করছে বলে অভিযোগ আসার প্রেক্ষাপটে তদন্তের দায়িত্বে এ পরিবর্তন হয়েছে বলে জানা গেছে।

গত ২২ এপ্রিল কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে ইউপি নির্বাচনের জের ধরে স্থানীয় মো. শরিফ নামের এক যুবককে কাশেম চেয়ারম্যানের লোকজন দুই দফা মারার জেরে ওইদিন রাতে ক্ষিপ্ত হয়ে শরিফ ছুরিকাঘাত করেন সোহেলকে। এ সময় গুরুতর আহত অবস্থায় সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সম্মুখে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির ওপর ত্রিপলে আগুন দেওয়ার ঘটনা ঘটে গত ২১ মে রাতে । এ ঘটনায় কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের দায়েরকৃত মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, মামলা দুটির প্রয়োজনিয় কাগজ পত্র পিবিআইয়ের কাছে বুঝিয়ে দিয়েছি।

মামলা দুটির তদন্তভার পিবিআইয়ের হাতে যাওয়ার পেছনে থানা পুলিশের কোন ব্যর্থতা আছে কিনা জানতে চাইলে পটিয়া থানার এই পরিদর্শক বলেন, প্রতি মাসে তদন্তের জন্য কিছু কিছু মামলা পিবিআই বা সিআইডির হাতে চলে যায়। আর এসব তদন্তকারী সংস্থার দায়িত্ব থাকে গুরুত্বপূর্ণ ও সেনসেটিভ মামলাগুলো অধিকতর তদন্তের। সে হিসেবে তদন্ত সংস্থা পিবিআইয়ের হাতে মামলা দুটি দায়িত্বভার গেছে, এর বাইরে আর কিছু নেই।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!