ওসি প্রদীপের ২০ বছরের সাজা, বউয়ের ২১

সম্পদ বাজেয়াপ্ত, ৪ কোটি টাকার অর্থদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৭ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, আদালত প্রদীপকে ২০ বছর এবং তার স্ত্রী চুমকিকে ২১ বছর কারাদণ্ড দেন।

মাহমুদুল হক আরও বলেন, অভিযোগপত্র গঠনের পর ২৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। একই রায়ে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত ও চার কোটি টাকার বেশি অর্থদণ্ড দেএয়া হয়েছে।’

এর আগে ১১টার দিকে কঠোর নিরপত্তার মাধ্যমে তাদের আদালতে তোলা হয়।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!