‘পাহারা বসিয়ে’ জুয়ার আসর—ইয়াবা সেবন, রেয়াজুদ্দিন বাজারে পুলিশের হানায় গ্রেপ্তার ১৪

নাম তার জুয়া হোসেন। জুয়া ও মাদক ব্যবসা যার পেশা। ক্যাসিনোকাণ্ডের পর বড় পরিসরে জুয়া খেলতে না পারলেও নগরের বিভিন্নস্থানে ভবনের কক্ষে লোক জড়ো করে বসান জুয়া ও ইয়াবার জমজমাট আসর৷ এমন এক জুয়াড়িসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার (১০ মে) রাত ২টার দিকে তাদের আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন। আটককৃতরা হলো, মো. আবুল হোসেন(৩৫), মো.জাকির হোসেন (৩৫), রঞ্জু (৪১), বাবু (২৩), মো. সাকিব (২১), মো. শাজাহান মিয়া (৫৩), মো. সুমন (৩২), মো. রবি হোসেন রণি (২৫), মো. শেখ ফরিদ (২৮), মো. মাসুদ (৪৮), মো. আবু কালাম (৫২), মো. শহীদুল ইসলাম (৪৩), মো. ইব্রাহীম (২৮) ও মো. আকবর (২৬)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রেয়াজুদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি মুনিরিয়া টাওয়ারের ৪র্থ তলার ৪০৫ নং কক্ষে বসেছে জুয়ার আসর। জুয়ার আসরের মূল হোতা মো. আবুল হোসেন। ক্যাসিনোকাণ্ডের সময় বিভিন্ন স্পটে কনট্রাক্ট করে সে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলাত। ক্যাসিনো বিরোধী অভিযানের পরে নিজেকে আড়াল করে নগরের বিভিন্ন ভবনে বসাত জুয়ার আসর।’

নেজাম উদ্দিন বলেন, ‘ভবনের প্রবেশ মুখে, পিছনে, ছাদ ও বিভিন্ন অলিগলিতে লোক বসিয়ে পাহারা দিত। জুয়া খেলতে আসা লোকেরা দল বেঁধে ইয়াবাও সেবন করে। জুয়া খেলায় পরিচিত বলে তাকে লোকেরা জুয়া হোসেন নামেই ডাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও ইয়াবা সহ ১৪ জন জুয়াড়িকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!