পাঁচলাইশের জোড়া খুনের ঘটনায় মামলা, হত্যাকারী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় সংগঠিত জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের পরিবার। মূল হত্যাকারীসহ খুনের ঘটনায় গ্রেফতার হওয়া চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ১৫ জনকে আসামি করা হয়।

Yasin_Murder_Femaly_chittag-290x354

সোমবার মধ্যরাতে নিহতদের স্বজন জহির উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

 

পাঁচলাইশ থানার এসআই বিপ্লব মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জোড়া খুনের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

 

পুলিশ জানায়, সোমবার রাতে নারীঘটিত ব্যাপার নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে খুন হন মিজানুর রহমান (১৭) ও মো. ইয়াসিন (১৮) নামের দুই ব্যক্তি। নগরীর পাঁচলাইশ থানার এম নাজের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মিজানুর রহমানের এবং ১০টার দিকে বায়েজিদ থানার আমিন কলোনির আনসার ক্যাম্পের পাশের মাঠ থেকে মো. ইয়াছিনের লাশ উদ্ধার করে পুলিশ। কয়েকশ গজের মধ্যে সংগঠিত হত্যাকান্ডে দুজনের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে সোমবার রাতেই অভিযান চালিয়ে এ ঘটনার সাথে সরাসরি জড়িত এমন চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, সজিব (২০), ফারুক (২০), সাগর (১৮) ও মহরম (১৯)।

 

রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে গ্রেফতার চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করা একটি মামলা দায়ের করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাতেই মর্গে পাঠানো হয়।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!