৩৮ কোটি লিটার পানি সরবরাহ করবে চট্টগ্রাম ওয়াসা-মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শেখ হাসিনার সরকার চট্টগ্রামবাসীর পানির চাহিদা পুরনে প্রায় ৭ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, প্রকল্পগুলোর কাজ শেষ হলে দৈনিক ৩৮ কোটি লিটার পানি সরবরাহ করবে চট্টগ্রাম ওয়াসা।

nasir

গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম ওয়াসা ভবনে ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত শ্রমিক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে সোয়ারেজ ও ড্রেনেজ মাষ্টার প্লানও বাস্তবায়িত হবে। শ্রমিক কর্মচারীদের পদায়ন, ঢাকার ন্যায় পেনশন সুবিধা সহ শ্রমিক কর্মচারীদের ন্যায় সঙ্গত সকল দাবী বাস্তবায়ন হবে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার শ্রমজীবীদের সরকার। ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মান করে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে জননেত্রী শেখ হাসিনার সরকার। সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহবান জানান মেয়র।

 

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি সালাউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। এসময় জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সফর আলী, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি বখতিয়ার উদ্দিন খান, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিমান শ্রমিক ইউনিয়ন সিবিএ সভাপতি এম এফ দিদারুল আলম, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জাহান, সদস্য রুহুল আমিন, নুরুল কবির, মাহবুবুল আলম সহ অন্যরা বক্তব্য রাখেন।

 

শ্রমিক সমাবেশের পর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!