পটিয়ায় ভূষির কারখানা পুড়ে ছাই

পটিয়ায় ইন্দ্রপুল শিল্প এলাকায় অগ্নিকাণ্ডে একটি তুষের গোডাউন ও ভূষির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে বশির আহমেদের তুষের গোডাউন ও ভূষির কারখানায় আগুন লাগে।

পটিয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে জানান, রাত পৌনে একটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তবে কম সময়ে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩-৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!