নিষেধ না মেনে সাগরে মাছ ধরে জরিমানা গুণলেন চট্টগ্রামের ৫ জেলে

৬৫ দিনের নিষেধাজ্ঞার সময়ে সাগরে মাছ ধরা ও পোনা নিধন রোধে চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকাসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ৬ হাজার মিটার জাল ধ্বংস ও ৫ জন জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার ও মো. উমর ফারুক এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘মাছের প্রজনন সুরক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা করা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধ অমান্য করে অনেকে মাছ ধরার পাশাপাশি চিংড়ি আহরণ ও অন্যান্য মাছের পোনা নষ্ট করছেন। চিংড়ি পোনা ধরার জন্য পাতা জালে আটকা পড়ে অন্য মাছের পোনাও। ফলে সমুদ্র মাছের প্রজনন ব্যাহত হয়ে অনেক জাতের মাছ বিলুপ্ত হওয়ার অাশংকা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ অভিযোগ পেয়েছি নৌকা মালিকের একটি সিন্ডিকেট সাধারণ জেলেদের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে প্ররোচনা দিচ্ছে।অভিযানের খবর পেয়ে অনেক জেলে জাল ফেলে পালিয়ে গেছে। ‘

অভিযানে জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী ও কোস্ট গার্ডের সদস্যদরা উপস্থিত ছিলেন।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!