নিজের বুকে গুলি চালানো পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন

ফেসবুক লাইভে এসে নিজ বুকে গুলি চালিয়েছেন রাঙামাটির পুলিশ সদস্য মো. মোতাহার হোসেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তার চিকিৎসা চলছে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে এ ঘটনা ঘটে।

লাইভে এসে গুলি করা পুলিশ সদস্য হলেন, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত শীষ মোহাম্মদের ছেলে মো. মোতাহার হোসেন।

ফেসবুক লাইভে দেখা গেছে, নিজের রুমে দরজা বন্ধ রেখে জাহিদ সরকার নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে রাইফেল ঠেকিয়ে নিজের বুকে গুলি করছেন তিনি।

ফেসবুক লাইভের ১৯ মিনিটি ৩৫ সেকেন্ড মোতাহার বলেন, আমার লাইফে প্রচুর পরিমাণ ডিপ্রেশন রয়ে গেছে। তাই বেঁচে থাকার মত আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি, এ ডিপ্রেশনে থাকার মত না। বহু বড় সমস্যায় আছি। বেঁচে থাকার মত অবস্থা আমার নাই। এসব বলতে বলতে সকলের কাছে ক্ষমা চেয়ে বুকের ডান দিকে বন্দুক ঠেকিয়ে নিজ বুকেই গুলি করে এই পুলিশ সদস্য।

পরবর্তীতে পুলিশ ওই ক্যাম্পের থানা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটির কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী বলেন , আহত পুলিশ সদস্যের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা চলছে।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!