দেয়াঙ পাহাড়ে হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধার

দেয়াঙ পাহাড়ে হাতি, জানতেন নিজেও, থাকতেন ভয়ে। তাই সন্ধ্যার আগেই সংসারের সকল কাজ শেষ করে ঢুকে পড়তেন ঘরে। আজও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু রাত আনুমানিক সাড়ে ১০টায় আবারও হানা দেয় বন্যহাতিটি। এমনটাই জানিয়েছেন সালাহ্ উদ্দিন সারো।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমীরপুর এলাকার বড়ুয়াপাড়া গ্রামে হাতির আক্রমণে পৃষ্ট হয়ে মায়া রানী বড়ুয়া (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি একই এলাকার বিকাশ বড়ুয়ার স্ত্রী।

বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল আলম চৌধুরী বলেন, ‘প্রায় ৪ বছর ধরে আমার ইউনিয়নের বিভিন্নস্থানে হাতির তাণ্ডবে ক্ষতির সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। প্রায় সময় তো নিহত-আহত হচ্ছে। বনবিভাগ, উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে চিঠিও দিয়েছি। তারপরও মিলেনি কোনো সুরাহা। আজকে হাতির আক্রমণে বৃদ্ধা নিহত হওয়ার ঘটনাটি বন বিভাগকে জানানো হয়েছে। উনারা নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!