দিনরাত আসরে থাকতো কর্ণফুলীর ৮ মদ্যপায়ী

দিনরাত আসরে পড়ে থাকতো কর্ণফুলীর ৮ মদ্যপায়ী। অবশেষে ধরা ইউএনও’র অভিযানে। চট্টগ্রামের কর্ণফুলীতে ৮ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।

মঙ্গলবার (১০ মার্চ) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি, মজুদ ও ব্যবহারের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-৩৬ (৫) ধারায় এ কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার শিকলবাহা ও চরপাথরঘাটাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ উপস্থিত ছিলেন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে ইউএনও মো. নোমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের বিভিন্ন মেয়াদে মাদক আইনে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরো বলেন, এলাকার যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং সুস্থ-সুন্দর জাতি গঠনের স্বার্থে কর্ণফুলী উপজেলায় মাদকের বিরুদ্ধে এই অভিযান।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!