চেরাগি মোড়ে হেলায় পড়ে ছিল বিলাসবহুল গাড়িটি

আমদানিতেই অর্ধ কোটি টাকার শুল্ক ফাঁকি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জামালখান চেরাগি পাহাড় এলাকা থেকে বিলাসবহুল একটি গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের পার্কিং থেকে চাইনিজ গ্রেট ওয়াল ব্রান্ডের ‘হাভাল’ গাড়িটি জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ঢাকার সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করেন।

চেরাগি মোড়ে হেলায় পড়ে ছিল বিলাসবহুল গাড়িটি 1

আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ বলেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো ঘ ১১-০৯০০। ব্যবহারকারী এমএ মতিন একজন ব্যবসায়ী। গাড়িটির চেসিস নম্বর অনুযায়ী চাইনিজ গ্রেট ওয়াল কোম্পানির হাভাল এইচ৩ ৪×৪ হলেও এর রেজিস্ট্রেশন হয়েছে হার্ড জিপ টয়োটা এম কর্প ২০০৭ হিসেবে। পাঁচ সিলিন্ডারবিশিষ্ট ২৩৫১ সিসির গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয় ২০১২ সালে। গাড়িটি আমদানির ক্ষেত্রে প্রায় অর্ধ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

জব্দ গাড়িটির বিষয়ে মামলা ও অন্যান্য আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে বলে জানান এ শুল্ক কর্মকর্তা।

চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ের ইকুয়িটি সেন্ট্রাল নামক এপার্টমেন্ট ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করেন।

এএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!