চিটাগং শপিংয়ের ১৫ দোকানে চার গুণ দামে পোশাক বিক্রি, মালিক সমিতির জরিমানাই লাখ টাকা

কাপড়ের গায়ে মূল্য না থাকা, তিন-চারগুণ দামে কাপড় বিক্রির অভিযোগে এবার চট্টগ্রাম শপিং কমপ্লেক্স মালিক সমিতিকে লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ মার্কেটের ১৫ দোকান পরিদর্শন করে এসব অনিয়ম পাওয়া যায়।

এর আগে শুক্রবার (২৪ মে) রাতে মিমি সুপার মার্কেট মালিক সমিতিকে লাখ টাকা জরিমানা করা হয়েছিল একই অপরাধের কারণে।

শনিবার (২৫ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ আদালত পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, ‘চিটাগং শপিং কমপ্লেক্সের অধিকাংশ দোকানে কোনো মূল্যতালিকা নেই। কাপড়ের গায়েও মূল্য লেখা নেই। শাড়ি, লেহেঙ্গা থ্রি-পিসসহ বিভিন্ন কাপড়ে আমদানি মূল্যের তিন-চারগুণ বাড়তি দাম আদায় করছিলেন ব্যবসায়ীরা। এসব অভিযোগের কারণে চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তৌহিদুল ইসলাম আরো জানান, শনিবারের অভিযানে এ মার্কেটের ইয়াং লেডি, নাদিয়া, সমাগম, শাহনাজ স্টোর, লেটেস্ট ফ্যাশন, কিডস কর্ণার,ফেমাস বুটিক, বাসন্তী, প্রিটি লুকস, চিটাগাং বুটিকস, আলম ফেব্রিক্স চাঁদোয়া, লাজুক ফেব্রিক্স, ফিরোজা শাড়ি অ্যাম্পোরিয়াম, রায়হান’স ফ্যাশনসহ মোট ১৫ দোকানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!