চান্দগাঁওয়ে বৈদ্যুতিক খুঁটির উপরে যুবক

নগরীর চান্দগাঁওয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে অস্বাভাবিক আচরণ করছিলেন মানসিক রোগী নাছির উদ্দিন। ৩৩ হাজার ভোল্টের ওই বিদ্যুৎ খুটিতে উঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ১৪ নম্বর সড়কের মুখে গ্যরেজ এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে নাছির উদ্দিনকে বিদ্যুতের খুঁটি থেকে নামিয়ে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে একজন মানসিক প্রতিবন্ধী যুবক বিদ্যুতের খুটিতে ওঠার খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে যায়। ওই স্টেশনের কর্মকর্তা অর্জুনের নেতৃত্বে তাকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়।

এদিকে বিদ্যুতের খুটি থেকে ওই যুবককে নামানোর সময় বহদ্দারহাট-কালুরঘাট সড়কে ব্যাপক যানজট লেগে যায়। এতে ওই রুটে চলাচলকারীদের চরম বিড়ম্বনায় পড়তে হয়।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!