চট্টগ্রাম মেডিকেলের গাইনি ওয়ার্ড থেকে ২ দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আটক দুই দালাল হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হারলা আমির আলীর বাড়ির নুর মোহাম্মদের ছেলে মো. মইন উদ্দিন (৩২)।

তিনি ন্যাশনাল ফার্মেসীর কর্মচারী। অপরজন বোয়ালখালী উপজেলার কদুরখীল তালুকদার বাড়ির মিলন দে’র ছেলে রয়েল দে (২৭)। তিনি সিকদার ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘সোমবার দুপুরে হাসপাতালের গাইনি ওয়ার্ডে দুই বহিরাগত ঘুরাঘুরি করছিল। বিষয়টি সন্থেদেহজনক হওয়ায় দুই দালালকে আটক করে পুলিশ ক্যাম্পে আনা হয়। জানা গেছে তারা দালাল। রোগীর স্বজনদের ঔষুধ কিনতে তাদের ফার্মেসীতে নিয়ে যেত।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!