চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের অনুশীলনের সমাপ্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ২১তম জাতীয় ক্রিকেট লিগে অংশগ্রহনের উদ্দেশ্যে প্রায় মাসখানেক ধরে চলা চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের নতুন দায়িত্বপ্রাপ্ত কোচ আফতাব আহমেদের নিবিড় অনুশীলনের আনুষ্ঠানিক সমাপ্ত হলো শনিবার (৫ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলীআব্বাস। বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর এবং এফএমসি গ্রুপের চেয়ারম্যান, ক্রীড়াসংগঠক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় দলের জার্সি স্পন্সর আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্রীড়া সগঠক আবুল হাশেম রাজা, বিভাগীয় দলের ম্যানেজার আবু সামা বিপ্লব, হেড কোচ সাবেক জাতীয় খেলোয়াড় আফতাব আহমেদ চৌধুরী, নির্বাচক ইয়াসিন আরাফাত, সহকারী কোচ রেজাউল করিম রাজিব, ট্রেইনার ইমদাদুল ফারহান বাপ্পী প্রমুখ।

চট্টগ্রাম বিভাগীয় দলের অধিনায়ক ইরফান শুক্কুরের হাতে জার্সি তুলে দিচ্ছেন আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা
চট্টগ্রাম বিভাগীয় দলের অধিনায়ক ইরফান শুক্কুরের হাতে জার্সি তুলে দিচ্ছেন আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা

অনুষ্ঠানে বিভাগীয় ক্রিকেট দলের অনুশীলন জার্সি উন্মোচন করা হয় এবং২১তম জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের চিফ দ্য মিশন হিসেবে এফএমসি গ্রুপের চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

আগামী ১০-১৩ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল ঢাকা মেট্রো দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!