চট্টগ্রামে শবে বরাতের রাতে আতশবাজি ফোটানো মানা

পবিত্র শবে বরাতের রাতে পটকা, আতশবাজি, চকলেট বোমা এবং অন্যান্য ক্ষতিকারক, দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপন করা হবে। এ উপলক্ষে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবে বরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় দূষণীয় দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ থাকবে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!