চট্টগ্রামে জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যের কারাদণ্ড

রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণকালে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে গ্রেপ্তার হওয়া জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর দুই সদস্যকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিরাজুল ইসলাম (২৯) ও মো. সাইমন আলী চৌধুরী প্রকাশ সাঈম (২৮)।

ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গত ২০১৮ সালের ২৪ ডিসেম্বর সকালে নগরীর বহদ্দারহাট মোড়ে খাজা আজমির হোটেলের সামনে হিযবুত তাহরীর লিফলেট বিতরণের খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে হিযবুত তাহরীর ৩টি পোস্টার, ইসলামী ইশতেহার নামে একটি বই, ৯ পাতা ও ৪ পাতার দুটি বই এবং ২০ পাতার প্রেসবিজ্ঞপ্তি জব্দ করে পুলিশ।

তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষের মোট ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে সন্ত্রাসবিরোধী মামলায় প্রত্যেক আসামিকে ১০ ও ১৩ পৃথক দুটি ধারায় দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এএন/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!