দোকানের মেঝের নিচে লুকানো ছিল ৬ কোটি টাকার ইয়াবা

র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ধরা

দোকানের মেঝেতে লুকানো অবস্থায় চট্টগ্রামের আনোয়ারা থেকে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। যেগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা।

এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) আলাউদ্দিন নামে (২৭) এক মাদক কারবারী আটক করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গহিরা দোভাষীর বাজার এলাকায় অভিযান চালিয়ে পশ্চিম রায়পুরের মৃত মোজাহার মিয়ার ছেলে মো. আলাউদ্দিনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে একটি দোকানের মেঝেতে মাটির নিচ থেকে লুকানো অবস্থায় ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ কোটি ৫০ লক্ষ টাকা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

এর আগে গত রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার চুন্নাপাড়া (দইলার বাড়ি) এলাকার একটি বাড়ি থেকে ১০ হাজার ৬৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওই সময় মাদক কারবারী মুহাম্মদ ইউনুচ (৪৫) ও মো. ইছহাককে (৪৩) গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!