চট্টগ্রামের ১২০ প্রার্থী যেসব প্রতীক বরাদ্দ পেলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

চট্টগ্রাম-১ ( মিরসরাই)

মাহবুব উর রহমান, আওয়ামী লীগ (নৌকা), মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. গিয়াস উদ্দিন, স্বতন্ত্র (ঈগল), মো. আব্দুল মান্না, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার), মো. ইউসুফ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন), মো. নুরুল করিম আবছার, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি (একতারা), শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাত পাঞ্জা)।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)

খাদিজাতুল আনোয়ার সনি, আওয়ামী লীগ (নৌকা), সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা), সৈয়দ সাইফুদ্দিন আহমদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা), সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, স্বতন্ত্র (ঈগল), মীর মোহাম্মদ ফেরদৌস আলম, ইসলামিক ফ্রন্ট (চেয়ার), মো. শফিউল আজম চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. হামিদ উল্লাহ, ইসলামী ফ্রন্ট (মোমবাতি), মোহাম্মদ শাহজাহান, স্বতন্ত্র (ঈগল)।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ)

বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, আওয়ামী লীগ (নৌকা), মুহাম্মদ নুরুল আনোয়ার, সুপ্রিম পার্টি (একতারা), নুরুল আকতার, জাসদ (মশাল), এমএ ছালাম, জাপা (লাঙ্গল), মুহাম্মদ উল্লাহ খান, ইসলামী ফ্রন্ট (মোমবাতি), ৬.আবদুর রহিম, ইসলামিক ফ্রন্ট (চেয়ার), ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র (ঈগল), মো. মোকতার আজাদ খান, ন্যাশনাল পিপলস পার্টি (আম)।

চট্টগ্রাম -৪ (সীতাকুণ্ড)

এসএম আল মামুন, আওয়ামী লীগ (নৌকা), মো. দিদারুল কবির, জাপা (লাঙ্গল), মো. খোকন চৌধুরী, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), শহীদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস (ডাব), মো. মোজাম্মেল হোসেন, ইসলামিক ফ্রন্ট (চেয়ার), আকতার হোসেন, (টেলিভিশন)।

চট্টগ্রাম -৫ (হাটহাজারী)

বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল), মো. নাজিম উদ্দিন, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), কাজী মহসীন চৌধুরী, সুপ্রিম পার্টি (একতারা), শাহজাহান চৌধুরী, স্বতন্ত্র (কেটলি), সৈয়দ মুক্তার আহমেদ, ইসলামী ফ্রন্ট (মোমবাতি), আবু মোহাম্মদ সামশুদ্দিন, বিএনএফ (টেলিভিশন), ছৈয়দ হাফেজ আহমদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার)।

চট্টগ্রাম-৬ (রাউজান)

বর্তমান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা), স ম জাফর উল্লাহ, ইসলামিক ফ্রন্ট (চেয়ার), মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), মো. সফিকুল আলম চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল), শফিউল আজম, স্বতন্ত্র (ট্রাক)।

চট্টগ্রাম -৭ (রাঙ্গুনিয়া)

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ (নৌকা), মো. মোরশেদ আলম, সুপ্রিম পার্টি (একতারা), আহমেদ রেজা, ইসলামিক ফ্রন্ট (চেয়ার), খোরশেদ আলম, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), মুছা আহমেদ রানা, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. ইকবাল হাসান, ইসলামী ফ্রন্ট (মোমবাতি)।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী)

সোলায়মান আলম শেঠ, জাতীয় পার্টি (লাঙ্গল), সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, স্বতন্ত্র (কেটলি) আবুল কালাম আজাদ, বিএনএফ (টেলিভিশন), সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, স্বতন্ত্র (ফুলকপি), মহিবুর রহমান বুলবুল, বাংলাদেশ কংগ্রেস (ডাব), সন্তোষ শর্মা, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), মো. ইলিয়াছ, কল্যাণ পার্টি (হাতঘড়ি), সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ইসলামিক ফ্রন্ট (চেয়ার), মো. কামাল পাশা, এপিপি (আম), আবদুল নবী, এপিপি (মোমবাতি)।

চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালী)

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগ (নৌকা), মো. ওয়াহেদ মুরাদ, ইসলামিক ফ্রন্ট (চেয়ার), মিটল দাশগুপ্ত, ন্যাপ (কুঁড়েঘর), আবু আজম, ইসলামী ফ্রন্ট (মোমবাতি), মোহাম্মদ নূরুল হোসাইন, কল্যাণ পার্টি (হাতঘড়ি), সুজিত সাহা, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), সানজিদা রশিদ চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল)।

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং)

বর্তমান সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, আওয়ামী লীগ (নৌকা), সাবেক মেয়র মনজুর আলম স্বতন্ত্র (ফুলকপি), নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, স্বতন্ত্র (কেটলি), মো. ফেরদাউস বশির, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), আলমগীর হোসেন বঈদী, ইসলামী ফ্রন্ট (মোমবাতি), আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদীন, ইসলামিক ফ্রন্ট (চেয়ার), মিজানুর রহমান, সুপ্রিম পার্টি (একতারা ), জহুরুল ইসলাম, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. আনিসুর রহমান, জাসদ (মশাল)।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা)

বর্তমান সংসদ সদস্য এমএ লতিফ, আওয়ামী লীগ (নৌকা), আবুল বাসার মোহাম্মদ জয়নুল আবেদীন, ইসলামিক ফ্রন্ট (চেয়ার), মো. মহিউদ্দিন, সুপ্রিম পার্টি (একতারা), কাউন্সিলর জিয়াউল হক সুমন, স্বতন্ত্র (কেটলি), দীপক কুমার পালিত, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), নারায়ণ রক্ষিত, এনপিপি (আম), উজ্জ্বল ভৌমিক, গণফোরাম (উদীয়মান সূর্য)।

চট্টগ্রাম-১২ (পটিয়া)

মোতাহেরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা), এমএ মতিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি), এম এয়াকুব আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম (নোঙর), কাজী মোহাম্মদ জসীম উদ্দীন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার), ছৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদীন জেহাদী, বাংলাদেশ কংগ্রেস (ডাব), মোহাম্মদ নুরুচছফা সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল), রাজীব চৌধুরী, তৃণমূল-বিএনপি (সোনালী আঁশ), সামশুল হক চৌধুরী, স্বতন্ত্র (ঈগল)।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী)

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগ (নৌকা), আবদুর রব চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল), মকবুল আহম্মদ চৌধুরী, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), মোহাম্মদ আরিফ মঈন উদ্দিন, বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি (একতারা), মৌলভী রশিদুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ), মো. আবুল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি), সৈয়দ মোহাম্মদ হামেদ হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার)।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ)

বর্তমান সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা), সেহাব উদ্দিন মাহমুদ আবদুস সামাদ, ইসলামী ফ্রন্ট (মোমবাতি), মো. গোলাম ইসহাক খান, বিএনএফ (টেলিভিশন), মো. আইয়ুব, বিএসপি (একতারা), আবু জাফর মো. ওয়ালিউল্লাহ, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. আলী ফারুকী, তরীকত ফেডারেশন (ফুলের মালা), সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, স্বতন্ত্র (ট্রাক), আবুল হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার)।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)

বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, আওয়ামী লীগ (নৌকা), সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব, স্বতন্ত্র (ঈগল), মোহাম্মদ ছালেম, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. আলী হোসাইন, ইসলামী ফ্রন্ট (মোমবাতি), সোলায়মান কাশেমী, কল্যাণ পার্টি (হাতঘড়ি), মো. হারুন, ইসলামী ঐক্যজোট (মিনার), ৭.মো. জসিম উদ্দিন, মুক্তিজোট (ছড়ি)।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)

বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ (নৌকা), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, স্বতন্ত্র (ঈগল), আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন (ট্রাক), মো. খালেকুজ্জামান (বেঞ্চ), মুহাম্মদ মামুন আবছার চৌধুরী, এনপিপি (আম), মো. মহিউল আলম চৌধুরী, ইসলামী ফ্রন্ট (মোমবাতি), এম জিল্লুর করিম শরীফি, কংগ্রেস (ডাব) আবদুল মালেক, ইসলামিক ফ্রন্ট (চেয়ার), আশীষ কুমার শীল, ন্যাপ (কুঁড়েঘর), মো. শওকত হোসেন চাটগামী, ঐক্যজোট (মিনার)।

প্রসঙ্গত, এবার চট্টগ্রামে মোট ১৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৩২ জনের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল করেন। এরমধ্যে ১১৬ জনের মনোননয়ন বৈধ ঘোষণা করা হয়। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান ১২ জন। উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান ১ জন। সর্বশেষ ১৬ আসনে বৈধ প্রার্থী ছিলেন ১২৯ জন। তারমধ্যে গতকাল ৯জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ভোটের মাঠে লড়াই করবেন ১২০ প্রার্থী।

এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিকাল থেকে প্রচার প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। নির্বাচনের প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ চলবে আগামী ৭ জানুয়ারি।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!