চট্টগ্রামের বিপক্ষে খেলা অনিশ্চিত জ্বরাক্রান্ত তামিমের

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু মঙ্গলবার

বঙ্গবন্ধু বিপিএল ঢাকায় প্রথম পর্ব শেষ করে এখন চট্টগ্রাম পর্ব শুরুর অপেক্ষায়, রাত পোহালেই অর্থাৎ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাগরপাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে মাঠের লড়াই। চট্টগ্রামের খান পরিবারের ছোট খান তামিম ইকবালও নিজের মাঠে বিপিএল লড়াইয়ে নামতে মুখিয়ে ছিলেন। এমনিতে গত বেশ কিছুদিন ধরে ইনজুরি, অসুস্থতা যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে তামিম ইকবালের। চলতি বিপিএলে ফিরে পাচ্ছিলেন নিজের হারানো ফর্ম।

তবে আচমকাই যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের সমর্থক এবং চট্টগ্রামের দর্শকদের জন্য দুঃসংবাদ বয়ে আনলেন এই ওপেনার। অসুস্থতার কারণে অনেকটাই অনিশ্চিত হয়ে পরেছে তাঁর চট্টগ্রাম পর্বের বিপিএলের প্রথম ম্যাচটি। তামিমের অসুস্থতার ব্যাপারে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ‘তামিমের অনেক জ্বর। ও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে। আমরা দেখব ও খেলতে পারে কিনা।’

উল্লেখ্য, জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের পর থেকে লম্বা সময় ধরে বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। মাস দেড়েক আগে কন্যা সন্তানের জন্ম দেবার পাশাপাশি চলতো তাঁর বিপিএলের প্রস্তুতি।আগামি ১৮ তারিখ থেকে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন শুরু করবে তাদের চট্টগ্রাম আসরের খেলা। যেখানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তাঁরা লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে।

সেই লড়াইয়ে তামিম না থাকলে চট্টগ্রামের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামা দর্শকরা কীভাবে নেয় সেটি দেখা থেকে বঞ্চিত হবেন অনেকেই। যদিও বিপিএলে বিষয়টি তামিমের জন্য নতুন নয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!