রাজাকারের তালিকায় মিরসরাই ও সীতাকুণ্ডের ২২ জন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের নামের তালিকায় চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডের অন্তত ২২ জন স্বাধীনতাবিরোধী রাজাকারের নাম পাওয়া গেছে।

মিরসরাইয়ের স্বাধীনতাবিরোধী
১. মিরসরাই কাটাছড়া ইউনিয়নের হেদায়েত হোসেন চৌধুরীর পুত্র এডভোকেট আবু সালেহ (পিডিপি)।
২. মিরসরাই হাইতকান্দি ইউনিয়নের জালালউদ্দিন আহমেদের পুত্র মো. নুরুল্লাহ ওরফে নুরুল্লাহ চৌধুরী।
৩. মিরসরাই জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুরের মাহবুব আলী চৌধুরীর পুত্র আলী আকবর চৌধুরী।
৪. মিরসরাই উত্তর হাইতকান্দি ইউনিয়নের মৌলানা মোহাম্মদ শামসুদ্দিন সেকান্দার মাস্টার।
৫. মিরসরাই ধুম ইউনিয়নের সাঈদ আহমেদের পুত্র মকসুদ আহমেদ।
৬. মিরসরাই ধুম ইউনিয়নের মকসুদ আহমেদের পুত্র এএইচএম মনজুর আলম।
৭. সিরাজদৌলা (মিরসরাই থানার মামলা নম্বর ৩৫(৪)৭২)।
৮. আলী আকবর (মিরসরাই থানার মামলা নম্বর ৩৯(৪)৭২)।
৯. সাহেব মিয়া (মিরসরাই থানার মামলা নম্বর ২(১)৭২)।
১০. ওবায়দুর রহমান (মিরসরাই থানার মামলা নম্বর ১৯(৪)৭২)।
১১. মোবারকঘোনার জহুরুল হকের পুত্র সিরাজুল হক।
১২. মিরসরাই ধুরা এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র আবুল হাশেম (নথি নম্বর এম-৬/৭৪)।

সীতাকুণ্ডের স্বাধীনতাবিরোধী
১. সীতাকুণ্ডের কেদারখীল এলাকার আলী আহমেদের পুত্র মোহাম্মদ ইসহাক।
২. সীতাকুণ্ডের কেদারখীল এলাকার সালেহ আহমেদের পুত্র হাসানুজ্জামান।
৩. সীতাকুণ্ডের কেদারখীল এলাকার নূর আহমেদের পুত্র মুজিবুল হক।
৪. সীতাকুণ্ডের কেদারখীল এলাকার ঠান্ডা মিয়া চৌকিদারের পুত্র কানু মিয়া
৫. সীতাকুণ্ডের কেদারখীল এলাকার আলী আহমেদের শামসুল হক।
৬. সীতাকুণ্ডের কেদারখীল এলাকার আবদুর রহমানের পুত্র আবুল কাশেম।
এই ৬ জনের (মামলা নম্বর জিআর ৬৯৭/৭২, সীতাকুণ্ড থানার মামলা নম্বর ২(৫)৭৩)।
৭. সীতাকুণ্ডের কেদারখীল এলাকার আমিনউল্লাহর পুত্র এনামুল হক (নথি নম্বর এম-৬/৭৪)।
৮. সীতাকুণ্ডের মহান্দাবুল এলাকার আরবান আলীর পুত্র মোহাম্মদ আবদুল্লাহ (নথি নম্বর এম-৬/৭৪)।
৯. সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুরের হাজী ওয়ালী আহমেদের পুত্র প্রফেসর একেএম শামসুল হক।
১০. সীতাকুণ্ডের (তৎকালীন) বড়তাকিয়া এলাকার জালালউদ্দিন আহমেদের পুত্র মো. নুরুল্লাহ ওরফে নুরুল্লাহ চৌধুরী। বর্তমান ঠিকানা কোতোয়ালী থানার বানিয়াটিলার ৮৩ স্টেশন রোড।

প্রসঙ্গত, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা পাক হানাদার বাহিনীকে পথঘাট চেনাতে ও মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে, তাদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম দফায় ১০ হাজার ৭৮৯ রাজাকার, আলবদর ও আলশামসের নাম প্রকাশ করা হয়েছে। যাচাই-বাচাই করে ধাপে-ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!