চট্টগ্রামের কাজীর দেউড়িতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় এপোলো শপিং সেন্টারের সামনে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উপস্থিতির কারণে হতাহতের ঘটনা না ঘটলেও অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) ভোর ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নন্দনকানন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। এতে বিভিন্ন সেবা সংস্থার তার পুড়ে যায়। আগুন এক খুঁটি থেকে রাস্তার অপর পাশে আরেক খুঁটিতে ছড়িয়ে পড়ছিল। ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত না এলে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়তো। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মার্কেটটি।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কাজীর দেউড়ি এপোলো শপিং সেন্টারের পাশে বৈদ্যুতিক খুঁটিসহ টিঅ্যান্ডটি সার্ভার বক্সে আগুন লাগে। তারে বিদ্যুৎ থাকায় রাস্তার অপর প্রান্তেও আগুন ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা।’

তিনি বলেন, ‘একটা খুঁটিতে ৫০-৬০ কোম্পানির ওয়াইফাই তার রয়েছে। এগুলো সব অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ। যার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে।’

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!