চকরিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিক সংগঠনের নিন্দা

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আজকের পত্রিকার কক্সবাজারের চকরিয়া প্রতিনিধি বাপ্পী শাহরিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

গতকাল ১৮ এপ্রিল বুধবার কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক আসাদ উদ্দিন মো. আরিফ মামলাটি আমলে নিয়ে কক্সবাজার সদর থানার একজন পরিদর্শককে তদন্তের নির্দেশ দেন।

বাপ্পী শাহরিয়ার চকরিয়া উপজেলার ফাসিঁয়াখালী ইউনিয়নের আমির হোসেনের ছেলে। তিনি দৈনিক আজকের পত্রিকার চকরিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি রিপোর্টার্স ইউনিটি চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এজাহারে বাদি উল্লেখ করেন, ‘সাংবাদিক পরিচয়ে বাপ্পী শাহরিয়ার উদ্দেশ্যপ্রণোদিতভাবে দৈনিক আজকের পত্রিকায় চকরিয়া প্রতিনিধি “গ্রেফতারি পরোয়ানার আসামী আইন-শৃঙ্খলা কমিটিতে” শীর্ষক এক বানোয়াট, মিথ্যা, মানহানিকার এক সংবাদ পরিবেশন করেন। ওই সংবাদে আমাকে ২০২১ সালের পরিবেশ অধিদপ্তরের দায়ের করা এক মামলায় আমাকে আসামী হিসেবে উল্লেখ করা হয়। আসামি উপরোক্ত সংবাদে আমাকে পরিবেশ মামলার আসামি হওয়া সত্বেও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণের মতো চরম ঘৃণ্য, মানহানিকর মিথ্যা অভিযোগ করেন। মুলত আমি পরিবেশ মামলার আসামি নই।’

তবে সাংবাদিক বাপ্পী শাহরিয়ার বলেন, ‘আমি কোনো মিথ্যা-বানোয়াট সংবাদ পরিবেশন করিনি। তথ্যের ভিত্তিতে সংবাদ করেছি। যার ডকুমেন্ট আমার কাছে সংরক্ষিত আছে। যথাসময়ে সেসব আদালতে প্রেরণ করা হবে।’

এদিকে, সাংবাদিক বাপ্পী শাহরিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করায় রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি, চকরিয়া শাখার সভাপতি মুকুল কান্তি দাশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের নেতারা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা অনতিবিলম্বে মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!