গ্যাসের পর এবার ভোগাবে বিদ্যুৎ, সাবধান করে দিল মন্ত্রণালয়ই

টানা দেড়দিন গ্যাস সংকটে নগরবাসীকে ভুগিয়ে এবার নতুন ভোগান্তি নিয়ে আসছে বিদ্যুৎ। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ বিঘ্ন ঘটায় বিদ্যুৎ উৎপাদনেও ব্যাঘাত ঘটেছে।

ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং হওয়ার আগাম সর্তকবার্তা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২০ জানুয়ারি) সতর্কতা জানিয়ে মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীর LNG FSRU এর কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে বর্তমানে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অতি দ্রুত সমাধানে কাজ করছে মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে দেশের কিছু কিছু এলাকাতে খুবই স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

সাময়িক সময়ের অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।

এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে পরদিন বিকাল পর্যন্ত চট্টগ্রাম নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। পূর্বের কোনো নির্দেশনা ছাড়াই হঠাৎ গ্যাস সংযোগ বন্ধ রাখায় বিপাকে পড়তে হয় নগরবাসীকে। এছাড়াও গ্যাসচালিত পরিবহনগুলোও জ্বালানির অভাবে বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জন্য গ্যাস সরবারহ বন্ধ রাখা হয়।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!