খুলশী থেকে অপহৃত কিশোরীকে ফটিকছড়িতে উদ্ধার করলো র‍্যাব

চট্টগ্রামের ফটিকছড়িতে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফটিকছড়ি থানার হাইদচকিয়া এলাকার মাহাবুল আলমের ছেলে মিনহাজুল আলম রাহী (১৯) ও মিরাজুল আলম (৩৩)।

শুক্রবার (১১ আগস্ট) খুলশী থানার জিইসি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন. কিশোরী ফটিকছড়ির একটি স্কুল থেকে এসএসসি পাশ করেছে। বখাটে মিনহাজের সঙ্গে তার ফোনে পরিচয় হয়। বিষয়টি ওই কিশোরীর পরিবার ছেলেটির পরিবারকে অবগত করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামী মিনহাজ মেয়েটির পরিবারকে দেখে নেবে বলে হুমকি দেয়। এরপরই মেয়েটিকে বাড়ির পিছন থেকে তুলে নিয়ে যায় অপহরনকারীরা।

এ ঘটনায় পরদিন কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মেয়েকে উদ্ধারের জন্য কিশোরীর মা র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন।

তারপর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন জিইসি মোড় এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীরা অপহরণের বিষয়টি স্বীকার করেছেব বলে দাবি করেন নুরুল আবছার।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!