কেএন-৯৫ মাস্ক নিয়ে অনিয়ম দুর্নীতি ধরতে মাঠে নামছে দুদক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মাস্ক কেলেংকারি এবং অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের গোয়েন্দা বিভাগের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে গঠিত চার সদস্যের একটি দলকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন- দুদকের উপ-পরিচালক নুরুল হুদা, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও আতাউর রহমান।

প্রণব বলেন, সম্প্রতি এন-৯৫ মাস্ক ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

তিনি বলেন, ‘সোমবার কমিশন থেকে চার সদস্যদের একটি শক্তিশালী টিম গঠন করে দেওয়া হয়েছে। এই টিমের সদস্যদের যথাসময়ে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

উল্লেখ্য, নিম্নমানের ৫০ হাজার কেএন-৯৫ মাস্ক আমদানি করতে গিয়ে প্রতারণা ও ভুয়া কাগজ ব্যবহারের অভিযোগে মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদি হয়ে এলান কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছিল। গত ২৯ মে রাজধানীর বনানী থানায় ৪৬৮, ৪৭১ ও ১৯৮ ধারার মামলাটি নথিভুক্ত করা হয়।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!