করোনা এসে নিয়ে গেল তরুণ তরতাজা এই ডাক্তারকে

চট্টগ্রামে করোনাভাইরাসের থাবায় ঝরে গেল আরও এক তরুণ চিকিৎসকের প্রাণ। শুক্রবার (১২ জুন) মধ্য রাতে আরিফ হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন। অসুস্থ হওয়ার আগে তিনি চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আরেক চিকিৎসক আব্দুল বাসেত হাসান চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ডা. আরিফ হাসান জ্বর নিয়ে পাঁচলাইশ এলাকার বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তার অক্সিজেন লেভেল ৬০-এর নিচে নেমে গিয়ে শ্বাসকষ্ট বেড়ে যায়। সেখান থেকে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টায় তিনি মৃত্যুবরণ করেন।

ডা, আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯ ব্যাচ এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নগরীর লাভলেইন আবেদীন কলোনিতে তার বাসা। তিনিসহ পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত বলে জানা গেছে। তিনি পাহাড়তলী এলাকায় চেম্বার করতেন।

ডাক্তার আরিফের মৃত্যুতে তার সহপাঠী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!