করোনায় আক্রান্ত পাঁচ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু আরও ৯ জনের

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় পাঁচ হাজার ছুঁতে চলেছে। সেইসাথে মৃত্যু হয়েছে আরও ৯ জনের।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে ৩০৯ জন। এ নিয়ে দেশে মোট সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৯৯৮ জন। সেইসাথে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪০ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১১৩ জন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এদিকে গতকাল শুক্রবার থাকায় অনেক জায়গার নমুনা পরীক্ষার ফল হাতে পায়নি বলেও জানানো হয়।

মারা যাওয়া নতুন এ ৯ জনের ৫ জন মহিলা এবং ৪ জন পুরুষ। তাদের মধ্যে ৭ জনই সত্তরোর্ধ। একজনের বয়স ৫১ থেকে ৬০ এর মধ্যে, অপরজন ষাটোর্ধ। নয় জনের তিন জনই ঢাকার বাকি ছয় জন ঢাকার বাইরের শনাক্ত হওয়া রোগী।

সারাদেশ থেকে সংগ্রহ করা হয় ৩ হাজার ৪২২ টি নমুনা। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৩৭ টি নমুনা।

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!