করোনার লক্ষণ নিয়ে চট্টগ্রামে পুলিশ সদস্যের মৃত্যু

করোনার অন্যতম লক্ষণ শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার (১৪ মে) থেকে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা তা এখনও জানা যায়নি।

শুক্রবার (১৫ মে) সকাল ১১টার দিকে মারা যাওয়া ওই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত ছিলেন কিনা সেটা জানতে তার নমুনা পরীক্ষা করতে ল্যাবে পাঠানো হয়েছে।

জানা গেছে, শ্বাসকষ্টে মারা যাওয়া পুলিশ সদস্যের নাম নাইমুল হক (৩৮)। তিনি সিএমপির ট্রাফিক বিভাগের বন্দর জোনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাসা নগরীর আমবাগান এলাকায়।
সিএমপির উপকমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ খান চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন নাইমুল হক। পরে তাকে সেখান থেকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থা শুক্রবার সকালে মারা যান তিনি।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা ৪৮ জন। এদের মধ্যে সিএমপির ৪৪ জন, শিল্প পুলিশের তিনজন এবং র‌্যাবের একজন।

এআরটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!