ওয়াসার এমডির সাথে সাংবাদিক হাউজিং সোসাইটির নেতৃবৃন্দের বৈঠক

ওয়াসার এমডির সাথে সাংবাদিক হাউজিং সোসাইটির নেতৃবৃন্দের বৈঠক 1নিজস্ব প্রতিবেদক : শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করতে চট্টগ্রাম ওয়াসা নতুন প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছে। প্রকল্প গ্রহণে সম্ভাব্যতা যাচাইয়ের জন্যে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৗশলী মাকুসদ আলমকে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার (২০জুন) সকালে ওয়াসা ভবনে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ’র সাথে চট্টগ্রাম সাংবাদিক কোআপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর নেতৃবৃন্দের অনুষ্ঠিত বৈঠকে তিনি এই আশ্বাস দেন।

এসময় শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে ওয়াসার নিজম্ব অর্থায়নে পানির রিজার্ভ ট্যাংক, পাইপলাইন স্থাপনসহ নিরবচ্ছিন্ন পানি সরবরাহে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে বলেও জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। তিনি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ওয়াসার কর্মকর্তাদের নির্দেশ দেন।

সম্প্রতি পাহাড়ধ্বসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীতে পানি সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটায় দুঃখ প্রকাশ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক; তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ের কাঁদামাটির কারণে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দৈনিক ৬ কোটি গ্যালন পানি উৎপাদন কম হচ্ছে। তবে এ সমস্যা শীঘ্রই সমাধান হবে বলেও তিনি সাংবাদিক নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।

এসময় চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান স্বপন মল্লিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, হাউজিং সোসাইটির সেক্রেটারী হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, হাউজিং সোসাইটির কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমদ, পরিচালক মহসীন কাজী, মঞ্জুরুল আলম মঞ্জু।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!