এবার ৩ ঘণ্টায় ২ মৃত্যু চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত রোগী ও করোনার উপসর্গ নিয়ে রোগীর মৃত্যু হচ্ছে। শুক্রবার (২৯ মে) তিন ঘন্টার ব্যবধানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এদের একজন করোনার উপসর্গ নিয়ে, অন্যজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীর বয়স ৬৫ বছর। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর বয়স ৫৩ বছর।

শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৯টায় করোনার উপসর্গ নিয়ে মারা যান ৬৫ বছর বয়সী এক পুরুষ রোগী। তার তিন ঘন্টা পর দুপুর সাড়ে ১২টায় মারা যান করোনা আক্রান্ত ৫৩ বছর বয়সী আরেক পুরুষ রোগী।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগী নগরীর মোগলটুলী এলাকার বাসিন্দা। তিনি ২৮ মে জেনারেল হাসপাতালে ভর্তি হন। আবার করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা। তিনি ১৬ মে জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (২৮ মে) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ১৮ বছর বয়সী তরুণী, অন্যজন ৪৫ বছর বয়সী পুরুষ।

এসআর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!