উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত রোহিঙ্গা হল উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আবদুল জলিলের ছেলে মো. সাদেক (২২)।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উখিয়ার পালংখালীর রহমতেরবিল সীমান্তে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, রাতে গোপন খবরে জানতে পারি উখিয়ার পালংখালী রহমতেরবিল সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান এপারে প্রবেশ করবে। খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। পরে মিয়ানমারের ওপার থেকে আসা দুইজনকে থামতে সংকেত দিলে তারা অমান্য করে। উল্টো বিজিবির সদস্যদের গুলি করে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় বিজিবির সদস্যরাও গুলি করে। পরে ঘটনাস্থল তল্লাশি করে দেশিয় তৈরি ১টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও ৩০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নিহত পাচারকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে ধারণা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিজিবির সাথে বন্দুক যুদ্ধে এপর্যন্ত ১৩ জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!