ইরানের পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর ঐকমত্য

iran-1428006131_72586

 

 

আট দিনব্যাপী আলোচনার পর অবশেষে ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে দেশটির সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর ঐকমত্য পোষণ করেছে। তবে এর জন্য ইরানকে পরমাণূ সমৃদ্ধকরণ কর্মসূচির পরিধি কমিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লোজেন শহরে আলোচনার পর এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

পরে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরানবিরোধী প্রস্তাব তুলে নিতে আহ্বান জানানো হয়।

চূড়ান্ত পরমাণু চুক্তি সংক্রান্ত সিদ্ধান্ত অনুযায়ী নাতাঞ্জ, ফোরদো, ইস্পাহান এবং আরাকসহ ইরানের কোনো পরমাণু স্থাপনা বা পরমাণু তৎপরতা স্বল্প পরিসরে অব্যাহত রাখবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!