আনোয়ারায় বসতঘর দোকানপাট ও মাদ্রাসা পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদ্রাসা, বসতঘর ও দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের শাহাদাত নগর মেরিন একাডেমী সড়কের পাশে এ ঘটনা ঘটে।

আগুনে মাজ্জাতুল তাক্বাওয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা, মুদির দোকান, পাঁচটি বসতঘর ও হোটেল পুড়ে গেছে। এতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দুলাল চন্দ্র মিত্র। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নার চুলা থেকে আগুনে সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মাদ্রাসা, দোকানসহ কলোনির ভাড়াঘরও পুড়ে গেছে।’

মাজ্জাতুল তাক্বাওয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আবদুল মান্নান বলেন, ‘আমাদের মাদ্রাসার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছু বের করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে গেলেও আল্লাহ্ রহমতে কোরআন শরীফ আগুনে পুড়েনি। প্রায় লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী সপ্তাহে শিক্ষার্থীদের পরীক্ষা শুরু। এ মুহূর্তে কি করবো বুঝতে পারচ্ছি না।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!