ঘোষণা পলিস্টার ফেব্রিক্সের, এলো বোরকার রোল

কাস্টমসে চালান আটক

পলিস্টার ফেব্রিক্স ঘোষণায় চীন থেকে আনা হলো বোরকার ফেব্রিক্স। এতে রাজস্ব ফাঁকি ধরা হয়েছে ৪৮ লাখ টাকা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টমস এআইআর শাখা আটক করে চালানটি।

জানা গেছে, ময়মনসিংহের লিও ফ্যাশন লিমিটেড নামের একটি কোম্পানির আমদানি করা একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্ড সুবিধা বহির্ভুত পণ্য বন্ড সুবিধায় ছাড় নিতে চাইলে ধরা পড়ে কাস্টমস কর্মকর্তাদের হাতে। এতে প্রায় ৪৮ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।

কাস্টমসের এআইআর শাখা জানায়, আমদানিকারকের প্রতিনিধি হিসেবে সিএন্ডএফ এজেন্ট হালিশহরের এএফটি লজিস্টিক লি. গত ২৩ সেপ্টেম্বর বিল অফ এন্ট্রি দাখিল করে। গোপন সংবাদ থাকায় এআইআর শাখা কনটেইনারটি ব্লক করা হয়। গত ২৭ নভেম্বর সিএন্ডএফ প্রতিনিধির উপস্থিতিতে পণ্য চালানটি কায়িক পরীক্ষা করা হয়। বিল এফ এন্ট্রি ঘোষিত পণ্য শতভাগ পলিস্টার ফেবিক্স ওয়ান সাইট ব্রাশ ১ হাজার ১৬ রোল। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া যায় মাত্র ২৫৪টি রোল। এখানে বোরকা ফেব্রিক্স পাওয়া গেছে ৭৬২ রোল। যা ঘোষণা বহির্ভূত। এতে মোট ৪৮ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়।

কাস্টমসের উপ-কমিশনার নুর উদ্দিন মিলন জানান, চায়নার রপ্তানিকারক শাওজিং হ্যাং মিং জো ট্রেডিং কোম্পানি।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!