আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ছিনতাইকারী আটক পাহাড়তলীতে

যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রাজু ওরফে ক্যাডার রাজু (২৬)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে পাহাড়তলী থানার এ কে খান মোড় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ অফিসের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কেপায়েত উল্লাহ্।

ওসি বলেন, বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে পুলিশ দেখে পালানোর সময় রাজুকে আটক করা হয়। কেন পালাচ্ছে জানতে চাইলে তিনি এলোমেলো ও অসংলগ্ন কথাবার্তা বলেন। এসময় দেহ তল্লাশি করে তার প্যান্টের কোমরে থাকা একটি দেশীয় একনলা বন্দুক (এলজি) এবং পকেট থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বরাত দিয়ে ওসি কেপায়েত বলেন, অলংকার ও এ কে খান বাস কাউন্টার এলাকায় দেশের দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকাসহ মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় রাজু।

তিনি আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পাহাড়তলী ও আকবরশাহ থানায় ৩টি অস্ত্র আইনে, দুটি মাদক আইনে ও একটি মারধরের মামলা রয়েছে।

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!