আইসিডিগামী কনটেইনার বন্দর থেকেই ডেলিভারি চায় ব্যবসায়ীরা

প্রাইভেট আইসিডিগামী (অফডক) আমদানি পণ্যের কনটেইনার বন্দর অভ্যন্তর থেকেই ডেলিভারি গ্রহণের অনুমতি চেয়েছে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার (১২ মে) চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার বরাবর পাঠানো একটি দাপ্তরিক পত্রের মাধ্যমে এই অনুমতি চাওয়া হয়েছে।

মেট্রোপলিটন চেম্বারের সচিব এম সলিম উল্লাহ স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, ‘ইদানিং চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কনটেইনার জট সৃষ্টি হয়েছে। যা দেশের রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়তে পারে, যার জন্য ব্যবসায়ী মহল উদ্বিগ্ন।’

কাস্টম কর্তৃপক্ষের সিদ্ধান্ত পত্র নম্বর(এস ৫-৫২৪/স্টাফ/কাস/১৭-১৮/১১১৯৩(২) তারিখ ২-৪-২০১৯)- এর প্রতি কাস্টম কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে ওই পত্রে বলা হয়েছে, ‘অফডকগামী বিষয়টিকে ঐচ্ছিক হিসাবে সংশোধনী প্রদান করা হলে যার যার সুযোগ মতো চট্টগ্রাম বন্দর থেকে বা অফডক থেকে ডেলিভারি নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে বন্দর থেকে কনটেইনার ডেলিভারি ত্বরান্বিত হবে; যা চট্টগ্রাম বন্দরের জট নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে মেট্রোপলিটন চেম্বার।’

ওই পত্রে চট্টগ্রাম বন্দর থেকে অফডকগামী কনটেইনারসমূহ চট্টগ্রাম বন্দর বা অফডক উভয় স্থান থেকে ডেলিভারি গ্রহণের সুযোগ প্রদানের জন্য পত্র নম্বর ৫-৫২৪/স্টাফ/কাস/১৭-১৮/১১১৯৩ (২) আদেশের একটি সংশোধনী জারি করে জট নিরসনে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তাব করেছে মেট্রোপলিটন চেম্বার।

এ ব্যাপারে চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার ফখরুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এ ধরনের কোন আবেদন এখনো পর্যন্ত আমি পাইনি। তাই না দেখে কোন কিছু বলতে পারছি না।’

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!