অক্সিজেনে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো চসিক

জলাবদ্ধতা নিরসনে অক্সিজেন মোড়ে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এতে জলাবদ্ধতার দীর্ঘ দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন স্থানীয় এলাকাবাসী। অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে জনচলাচলের পথও উন্মুক্ত করা হয়েছে। ২২টি সড়কে হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১টায় সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট আফিয়া খাতুন ও জাহানারা বেগম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে অক্সিজেন মোড় থেকে রেললাইন পর্যন্ত প্রায় টয়লেট, দোকান, বাস কাউন্টার, বুথসহ অন্তত ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট আফিয়া খাতুন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অক্সিজেন মোড়ে নালার ওপর গড়ে উঠা দোকান, টয়লেট, টিকিট কাউন্টার, টিকেট বুথসহ ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

চসিকের ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নালার ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও আবর্জনার কারণে অক্সিজেন মোড়ে জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে মানুষ চরম ভোগান্তিতে ছিল। বিষয়টি ইতিমধ্যে মেয়রকে অবহিত করেছি। আজ সিটি কর্পোরেশনের অভিযানে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়।

অক্সিজেনে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো চসিক 1

উল্লেখ্য, ২৮ মে চট্টগ্রাম প্রতিদিনে ‘সিডিএ-ওয়াসার কারণেই অক্সিজেন মোড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ’ নামক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি চসিকের নজরে আসে।

সিএম/এমএএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!