গুজবে গণপিটুনি ঠেকাতে সিএমপির ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষ

ছেলে ধরা গুজবে সম্প্রতি সারাদেশে বেশ কয়েকজন নারী-পুরুষ নিহত হয়েছেন। চট্টগ্রাম জেলার পাশাপাশি নগরীতে একই গুজবে একাধিক ঘটনা ঘটেছে। গণপিটুনিতে হতাহত ঠেকাতে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) ২৪ ঘণ্টার ‘নিয়ন্ত্রণ কক্ষ’ চালু করেছে। এছাড়া পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও সহায়তা নেওয়া যাবে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‌‘পদ্মা সেতু আমাদের জাতির দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দেশের অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা অপরিসীম। যারা পদ্মা সেতুর মতো এমন একটি সুন্দর বিষয়কে অসুন্দর করার অপপ্রয়াসে এসব গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করুন এবং পুলিশের হাতে তুলে দিন। পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহায়তা নেওয়ার পাশাপাশি সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে ০১৭৬৯-৬৯১১৬২ ও ০৩১-৬৩০৩৭৫ নম্বরে ফোন করার অনুরোধ করা যাচ্ছে।’

উল্লেখ্য, শনিবার (২০ জুলাই) পুলিশ সদর দপ্তর ছেলে ধরা গুজবে গণপিটুনিকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি জানিয়েছিল। একইদিন রাতে হালিশহর কলসিদিঘী এলাকায় দুই সন্তানের জননীকে ছেলে ধরা বলে গণপিটুনি দেওয়ার হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন। এছাড়াও সোমবার (২২ জুলাই) চট্টগ্রামের বাঁশখালীতে তিন ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়ে ছেলে ধরা আখ্যাদিয়ে সেই ব্যবসায়ীদের গণপিটুনিতে আহত করা হয় এবং হাটহাজারীতে তিন প্রতারককে ছেলে ধরা বলে গণপিটুনি দিয়ে তাদের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়।

এফএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!