অক্সিজেনে পথসভায় শেষ হচ্ছে মোছলেমের প্রচারণা

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রচার প্রচারণার শেষ হচ্ছে শনিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে। প্রচারণার শেষ দিনে চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদে প্রচারণা চালান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। রাত ৮টায় নগরের অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউতে পথসভার মধ্য দিয়ে শেষ হবে মোছলেমের প্রচার অভিযান।

দিনভর প্রচারণায় বেশ আবেগঘন বক্তব্য রাখেন মোছলেম উদ্দিন আহমদ। জীবন সায়াহ্নে এসে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ কাজে লাগাতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সবার সহযোগিতা চাইছেন তিনি। দুপুর ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মোহরার মৌলভীবাজার, চান্দগাঁওয়ের মৌলভী পুকুড়পাড়, ষোলশহর বহদ্দারহাট চত্বর ও অক্সিজেন মোড়ে পথসভা ও গণসংযোগ করেন তিনি।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমাদের নির্বাচনী প্রচারণা আজ শেষ হচ্ছে। সবদিকে নেতা কর্মীরা নিজ দায়িত্বে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীকে নিয়ে আমরা আজ শহরের বিভিন্ন এলাকায় পথসভা করেছি। ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

ইভিএম নিয়ে ভোটারদের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে এম রেজাউল করিম চৌধুরী বলেন, ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে কিছু সংশয় আছে। নতুন পদ্ধতি। তবে তাদের বুঝিয়ে বললে সবাই এটাকে ইতিবাচকভাবেই নিচ্ছে। তাছাড়া নির্বাচন কমিশন মক ভোটের আয়োজন করে ভোটারদের এই বিষয়ে সব আশঙ্কা দূর করে দিয়েছে।

নির্বাচনী পরিবেশ সম্পর্কে রেজাউল করিম বলেন, নির্বাচনী পরিবেশ অত্যন্ত উৎসবমুখর। প্রতিপক্ষ থেকে অভিযোগ আসার মত কোন আচরণ আমরা করিনি। সে ধরনের কোন অভিযোগ এখন পর্যন্ত পাইনি। আমাদের প্রচারণা শেষ, কালকে (রোববার) আমরা হোমওয়ার্কগুলো করবো। কেন্দ্রভিত্তিক শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো চূড়ান্ত করবো।

জাসদ থেকে নির্বাচিত সাংসদ মাইনউদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপনির্বাচন হচ্ছে। গত ২৩ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপরই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রার্থীরা। নির্বাচনে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত দ্বি-মুখী। এতে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন বিএনপির আবু সুফিয়ান।

এআরটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!