লোহাগাড়ায় ২ ড্রেজার মেশিন ধ্বংস, ডাম্পার জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি সাতগড় এলাকায় ‘সাতগড় ছড়া’ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা।

সোমবার (৪ নভেম্বর) সোমবার দুপুর ১টায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।

তিনি বলেন, ‘একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে ‘সাতগড় ছড়া’ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও পাইপ আগুনে পুড়ানো হয়েছে। জব্দ করা হয়েছে ২০ হাজার ঘনফুট বালু ও বালু ভর্তি একটি ডাম্পার ট্রাক। বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরো বলেন, ‘লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।’

উলে­খ্য, গত ১৬ অক্টোবর একই এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন আগুনে পুড়ানো হয়েছিল।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!